খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, তুফানগঞ্জ: বিজেপি প্রার্থীকে গণনা কেন্দ্রের ভেতর মারধর ও প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বুধবার এ বিষয়ে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী চিরঞ্জিত দাস। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।
তুফানগঞ্জ ১ নং পঞ্চায়েত সমিতির ১৬ নং আসনের বিজেপি প্রার্থী চিরঞ্জিত দাসের অভিযোগ, তিনি গণনাকেন্দ্রে প্রবেশ করলে, আনোয়ার হোসেনের নেতৃত্বে তৃণমূল আশ্রিত একদল দুষ্কৃতী তাঁর ওপর চড়াও হয়। তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ। এমনকি তাঁকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ বিশ্বজিতের।
যদিও বিজেপির তোলা অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল। তৃণমূলের তুফানগঞ্জ ১(এ ) ব্লক সভাপতি মনোজ বর্মা বলেন, “গণনা কেন্দ্রের ভেতর এমন ঘটনা ঘটল, আর কেউ দেখতে পেল না। সেখানে কাউন্টিং পার্সোনাল, পুলিশ ছিলেন। এমন অভিযোগ ভিত্তিহীন।” লিখিত অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ।