খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৭ জুলাই, মুর্শিদাবাদ: কংগ্রেস প্রার্থীর দাদাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মুর্শিদাবাদের রানিনগরের হেরামপুর অঞ্চলের রায়পুর গ্রামের ঘটনা। মৃতের নাম অরবিন্দ মণ্ডল (৪৫)। তিনিও কংগ্রেস কর্মী। অভিযোগ, শুক্রবার সকালে অরবিন্দের উপর হামলা চালায় শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা। যার জেরেই এই মৃত্যু বলে দাবি পরিবারের। এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। মুর্শিদাবাদ জেলার পুলিশ সুপার সুরিন্দর সিংহ বলেন, ‘‘নির্দিষ্ট কোনও অভিযোগ পেলে নিশ্চয়ই খতিয়ে দেখা হবে।’’
জানা গিয়েছে, শুক্রবার সকালে হীরামপুর অঞ্চলের ২৮ নম্বর বুথের কংগ্রেস প্রার্থীর দাদা অরবিন্দ বাড়ির সামনে বসেছিলেন। সেই সময় আচমকাই তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর উপর হামলা চালায়। তাঁকে এলোপাথাড়ি কিল-ঘুষি, বুকে লাথিও মারা হয়। তাতেই জ্ঞান হারান অরবিন্দ। তাঁকে তড়িঘড়ি ডোমকল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অরবিন্দের পরিবারের অভিযোগ, তৃণমূলের প্রার্থী চিন্ময় মণ্ডলের লোকেরাই হামলা চালিয়েছে। যদিও হামলার কথা অস্বীকার করেছে তৃণমূল। অভিযুক্ত চিন্ময় মণ্ডল বলেন, ‘‘উনি উত্তেজিত হয়ে চিৎকার-চেঁচামেচি করছিলেন। সেই সময়েই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়ে থাকতে পারে। মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’’