খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১০ ফেব্রুয়ারি, কলকাতা: ছাব্বিশের ভোটে দুই-তৃতীয়াংশের বেশি আসন নিয়েচতুর্থবার ক্ষমতায় ফিরবে তৃণমূল। সোমবার বিধানসভায় তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সাফ বলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার রাজ্য বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে দিল্লির ভোট প্রসঙ্গে মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দুই দলের কোন্দলকেই এই ফলের জন্য দায়ী করেন
তিনি। বলেন, “দিল্লির ভোটে কংগ্রেস যদি আপের সঙ্গে সহযোগিতা করত, তাহলে এই ফল হত না। ওদিকে, আপও হরিয়ানায় কংগ্রেসকে সাহায্য করেনি। একসঙ্গে থাকলে এমন ফল হত না।”দিল্লির নির্বাচনী ফলাফলের পর বিজেপি ইতিমধ্যে দাবি করতে শুরু করেছে যে, আগামী বছর পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটেও রঙ বদলাতে চলেছে। কেজরিওয়ালের মতোই বিদায়ের পথে মমতা। এই ইস্যুতেও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী।
মমতা বলেন, “বাংলায় কংগ্রেসের কিছু নেই। একাই লড়ব। আমরা একাই যথেষ্ট। দুই তৃতীয়াংশের বেশি আসন পাব। আমরা চতুর্থবার সরকার গড়ব।” দলীয় বিধায়কদের সতর্ক করে দেন মমতা। বলেন, “বিজেপি ভোটে জেতার জন্য ভিনরাজ্যের ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দেবে। সতর্ক হতে হবে।”
শীঘ্রই যে সংগঠনের অভ্য়ন্তরেই রদবদল হবে তাও এদিন স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে বিধায়কদের বলেছেন, বিধানসভা এলাকায় দলের বিভিন্ন গণ সংগঠনের প্রতিটি কমিটির জন্য তিন জনের নাম অরূপ বিশ্বাসের কাছে জমা দিতে হবে। ২৫ ফেব্রুয়ারির মধ্যে। তারপরেই কমিটির বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি।