খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ জুলাই, কলকাতাঃ পঞ্চায়েতের পুনর্নির্বাচনের দিনেই রাজ্যসভার ছ’টি আসনে প্রার্থী ঘোষণা করল তৃণমূল। পুরনোদের মধ্যে রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন, রাজ্যসভার উপদলনেতা সুখেন্দুশেখর রায় এবং তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের নেত্রী দোলা সেনকে তৃতীয় বারের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। নতুন মুখ হিসেবে ঘোষিত তিনজনের নাম – সাকেত গোখলে, প্রকাশ চিক বরাইক ও সামিরুল ইসলাম। বাদ পড়ছেন দার্জিলিংয়ের শান্তা ছেত্রী ও অসমের নেত্রী সুস্মিতা দেব। সোমবার মোট ৬ জনের নাম টুইটে জানাল তৃণমূল। আগামী ২৪ জুলাই রাজ্যসভা নির্বাচন। আজ থেকে মনোনয়ন পত্র জমা দেওয়া শুরু হয়েছে, আগামী ১৩ জুলাই অবধি মনোনয়ন জমা দেওয়া যাবে। সুখেন্দুশেখর, ডেরেক, দোলার সঙ্গে এবার মেয়াদ শেষ হচ্ছে সুস্মিতা দেব এবং শান্তা ছেত্রীর। তবে সুস্মিতা এবং শান্তা ছেত্রীকে এই পর্বে পুনরায় মনোনিত করেনি দল। তৃণমূলের তরফে রাজ্যসভার নতুন তিন প্রার্থীর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে উল্লেখযোগ্য সাকেত গোখলে। বিজেপি বিরোধী হিসেবে যথেষ্ট পরিচিত মুখ সাকেত। রাজ্যসভার আরেক নতুন মুখ প্রকাশ চিক বরাইক এই মুহূর্তে আলিপুরদুয়ারের জেলা তৃণমূল সভাপতি। আরেক নতুন সদস্য সামিরুল ইসলাম বাংলা সংস্কৃতি মঞ্চের প্রেসিডেন্ট। তাঁর সংগঠন সামাজিক ন্যায়বিচার নিয়ে কাজ করে থাকে। দলের মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, যাঁরা বাদ পড়েছেন, দল তাঁদের সসম্মানে বিকল্প দায়িত্ব দেবে।