খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, কোচবিহার:
দিনহাটার পর এবার উত্তাল হয়ে উঠল শীতলকুচি। শীতলকুচির ডাকঘরা বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় ভাঙচুর করে সামনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাইকে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে বুধবার বিকেলে। তৃণমূল কংগ্রেসের রাজ্য মুখপাত্র পার্থপ্রতিম রায় জানান, এদিন সন্ধ্যায় তৃণমূলের ডাকঘরা বাজারে একটি প্রচার মিছিল করার কথা ছিল। সেইখানে দুষ্কৃতীরা অতর্কিতে হামলা চালায়। ঘটনার আকস্মিকতায় দলীয় কার্যালয়ে থাকা একাধিক কর্মী ছত্রভঙ্গ হয়ে যায়। সেই সময় কার্যালয়ের বাইরে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি বাইকে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। তাঁর অভিযোগ হামলাকারীরা বিজেপি আশ্রিত দুষ্কৃতী ছিল।
জানা গিয়েছে, ঘটনায় বেশ কয়েক রাউন্ড গুলি চলেছে। ঘটনায় চারজন তৃণমূল কংগ্রেস কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্তরে পৌঁছেছে মাথাভাঙ্গা এবং শীতলকুচির বিরাট পুলিশ বাহিনী। বর্তমানে পরিস্থিতি থমথমে।
তবে বিজেপির তরফ থেকে পাল্টা অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেস কর্মীরাই নাকি বিজেপি কার্যলয়ের উপর আক্রমণ করেছিল। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।