খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, কোচবিহারঃ গণনায় পিছিয়ে পড়তেই ব্যালট বাক্সে জল ও কালি ছিটিয়ে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে। কোচবিহার এক নম্বর ব্লকের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ হাইস্কুলের গণনা কেন্দ্রের ঘটনা। জানা গিয়েছে, ওই কাউন্টিং সেন্টারে ফলিমারি গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা চলছিল। ৪/৪১ নম্বর বুথের ব্যালট বাক্স খুলতেই দেখা যায় ১৪৪টির মধ্যে মাত্র দুটি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী রিঙ্কু রায় রাজভর। বাকি সব কটি ব্যালটেই বিজেপির প্রতীকে ছাপ মারা রয়েছে।
অভিযোগ, এরপরই ক্ষিপ্ত হয়ে তৃণমূল প্রার্থী ওই ব্যালট বাক্সে জল ঢেলে ও কালি ছিটিয়ে দেন। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। সঙ্গে সঙ্গে ভোট গণনা বন্ধ করে দেওয়া হয়। তৃণমূল প্রার্থী রিঙ্কু রায় রাজভরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অভিযুক্ত প্রার্থীর দাবি, গণনা চলাকালীন কালির বোতল পাশেই রাখা ছিল। তিনি প্রতিবাদ জানাতে গিয়েছিলেন। কালি তখনই ব্যালটের উপর পড়ে যায়। ইচ্ছা করে কালি ঢালেননি বলে জানিয়েছেন তৃণমূল প্রার্থী রিঙ্কু। ঘটনার পর পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়।