খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১১ জুলাই, নলহাটিঃ সোমবারই তিনি বিস্ফোরক আইনে গ্রেপ্তার হয়েছিলেন জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র হাতে। ভোটযুদ্ধে জয়ী হলেন সেই তৃণমূল প্রার্থী মনোজ ঘোষ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ৩০৯ ভোটে জয়লাভ করেছেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। বীরভূমের নলহাটি বিধানসভা এলাকার বানীওর পঞ্চায়েতের গোপাল পঞ্চায়েতের তৃণমূলের প্রর্থী ছিলেন মনোজ ঘোষ। মনোজের জয়ের খবর ছড়িয়ে পড়তেই তাঁর অনুগামী এবং তৃণমূলের কর্মী সমর্থকরা উচ্ছ্বাসে মেতে উঠেছেন।
পঞ্চায়েত ভোট মিটতেই প্রচুর পরিমাণ বিস্ফোরক এবং আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে সোমবার এনআইএ গ্রেপ্তার করেছিল নলহাটির এই তৃণমূল প্রার্থীকে। তাঁকে প্রথমে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর গ্রেপ্তার করা হয় মনোজকে। গত ২৮ জুন মনোজের পাথর ক্রাশারের দপ্তরে হানা দেয় এনআইএ। সেখান থেকে ব্যাগবোঝাই বিস্ফোরক এবং একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। সেই বিস্ফোরকের মধ্যে ছিল প্রচুর জিলেটিন স্টিক, ৮৫ হাজার ইলেকট্রিক ডিটোনেটর এবং ২৭০০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট। ওই কাণ্ডে হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন মনোজ। কিন্তু ভোট মিটতেই তাঁকে তলব করে এনআইএ। বিস্ফোরকের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এনআইএ-র দাবি, জিজ্ঞাসাবাদে সন্তোষজনক উত্তর দিতে পারেননি মনোজ।