খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুন, বক্সিরহাট: বিজেপি করার অপরাধে প্রতিবেশীর বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ নিয়ে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে। তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের মহিষকুচি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সিংহপাড়া এলাকার ঘটনা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই তৃণমূল নেতা।
জানা গিয়েছে, ১৫ বছর আগে এলাকার স্থানীয় বাসিন্দা দিলীপ সিংহের বাড়ির উপর দিয়ে বিদ্যুৎবাহী তারের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছিল প্রতিবেশী পুণ্যচন্দ্র ভট্টাচার্য, কার্তিক বিশ্বাস, প্রাণেশ বিশ্বাস ও রণজিৎ সিংহের বাড়িতে। এলাকায় এরা প্রত্যেকে বিজেপি কর্মী হিসেবেই পরিচিত। গত মে মাসের শেষের দিকে কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে গাছ উপরে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয় ওই চারটি বাড়িতে। অভিযোগ পেয়ে বিদ্যুতের কর্মীরা সংযোগ দিতে এলে বাধা দেন দিলীপ সিংহ। ওই পরিবারগুলির দাবি, বিজেপি করার অপরাধে স্থানীয় তৃণমূল নেতা দোলন দে-র হুমকির ভয়ে প্রতিবেশী দিলীপ সিংহ তাঁর বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ বাহী তার নিয়ে যেতে বাধা দেন। সেই কারণেই টানা একমাস ধরে বিদ্যুৎবহীন অবস্থায় রয়েছেন ওই চারটি পরিবার। স্থানীয় প্রশাসন ও বিদ্যুৎ দপ্তরকে লিখিত অভিযোগ জানিয়েও কোন সুরাহা না মেলায় ক্ষোভ দানা বাঁধছে তাঁদের মধ্যে।
যদিও তৃণমূল নেতা দোলন দের বক্তব্য, দিলীপ সিংহ ব্যক্তিগত কোনও সমস্যার কারণে তাঁর বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে অস্বীকার করেছেন। এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। বিষয়টি নিয়ে বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন, দিলীপবাবু তাঁর বাড়ির উপর দিয়ে বিদ্যুৎ সংযোগ দিতে রাজি নন। ব্লক প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। তবে বিদ্যুতের খুঁটি সরিায়ে নতুন করে সংযোগ দিতে প্রায় তিন মাস সময়ের প্রয়োজন ।