খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৪ জুলাই, ময়নাগুড়ি: ‘কেন্দ্রীয় বাহিনী যত বেশি আসবে তত বেশি ভোটে জিতবে তৃণমূল’। পঞ্চায়েত নির্বাচনের চারদিন আগে মঙ্গলবার ময়নাগুড়ির জল্পেশে তৃণমুলের প্রচারে এসে এমনই বললেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। কেন্দ্রীয় বাহনীকে সুখী বাহিনী বলেও কটাক্ষ করেন তিনি।
এদিন ময়নাগুড়িতে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোটের প্রচারে আসেন কামারহাটির বিধায়ক। প্রথমে দুপুর ১ টা নাগাদ ময়নাগুড়ি ব্লকের জল্পেশ মন্দিরে পুজো দেন তিনি। এরপরেই মন্দিরের বাইরে পঞ্চানন মূর্তিতে মাল্যদান করেন তিনি এবং তারপরেই মঞ্চে উঠে বক্তব্য রাখেন। সেখান থেকে সাপটিবাড়ি হয়ে সুস্তিরহাট হয়ে পুরো ময়নাগুড়ি জুড়ে বেশ কিছু প্রচার করেন তিনি। সাথে রোড শোও করেন। এদিন জল্পেশ মন্দিরে মদন মিত্রকে দেখতে উপচে পড়া ভিড় ছিল। উপস্থিত ছিলেন ময়নাগুড়ি ২ নং তৃণমূল কংগ্রেস সভাপতি শিবশঙ্কর দত্ত, ১ নং তৃণমূল কংগ্রেস সভাপতি মনোজ রায়, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির আসন্ন পঞ্চায়েত সমিতির প্রার্থী দীপক রায় এবং প্রত্যেক বুথের আসন্ন পঞ্চায়েত প্রার্থীরা সহ আরও অনেকে।