খবরিয়া নিউজ ডেস্ক, ২৩শে জুন, ধূপগুড়ি: নির্বাচনের ফলাফল যেদিন ঘোষণা হবে সেদিন বিরোধীরা জলপাইগুড়ি,আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিন জেলায় ধূলিস্যাৎ হবে। শুক্রবার দুপুরে ধূপগুড়ি ব্লকের গাদং ১ নং গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে এসে একথাই বললেন তৃণমূলের হেভি ওয়েট নেতা তথা প্রাক্তন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। গ্রাম পঞ্চায়েত এলাকায় গাদং ১ নং গ্রাম পঞ্চায়েত ও দুই নং গ্রাম পঞ্চায়েত এলাকায় রাজীব বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে আসেন।
এদিন গাদং ক্লাব মোড় থেকে গোলাম মুন্সি মোড়, হরি মন্দির, বারহালিয়া সহ বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে প্রচার চালান তিনি। নেতার সঙ্গে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের বিভিন্ন পঞ্চায়েত প্রার্থীরা এবং জেলা পরিষদ প্রার্থী দিনেশ মজুমদার ও নুরজাহান বেগম সহ তৃণমূল নেতৃত্বদের পা মেলাতে দেখা যায় এই নির্বাচনী প্রচারে। গ্রামের রাস্তা দিয়ে হেঁটে প্রচার চালানোর পাশাপাশি গ্রাম বাংলার মহিলাদের কাছে খোঁজ নেন লক্ষ্মীর ভান্ডার, রূপশ্রী, কন্যাশ্রী প্রকল্প নিয়ে। তিন জেলার নির্বাচনী পর্যবেক্ষক হিসেবে তৃণমূলের পক্ষ থেকে তিনি প্রচার চালাচ্ছেন।
প্রচার চলাকালীন সংবাদ মাধ্যমের সামনাসামনি হয়ে প্রাক্তন এই মন্ত্রী বলেন, ‘গাদং এক নং গ্রাম পঞ্চায়েত এলাকায় ব্যাপক সাড়া শিলছে। এতে স্পষ্ট আগামীতে ধূপগুড়ির পঞ্চায়েতের সব কয়টি আসন সহ পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ তৃণমূল গঠন করবে। মনোনয়নের ক্ষেত্রে বিরোধীরা শান্তিপূর্ণ ও অবাধ মনোনয়ন জমা করতে পেরেছে। এ কথা বিরোধীরা স্বীকার করেছে। সব মিলিয়ে এই তিন জেলাতে তৃণমূলের ফলাফল খুব ভালো এবং বিরোধীরা ধূলিস্যাৎ হবে।’