হাড়োয়ায় তৃণমূলের জয়ী প্রার্থীকে গুলি করে খুন, তদন্তে পুলিশ

0
28

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ অগাস্ট, হাড়োয়াঃ পঞ্চায়েত ভোট পরবর্তী হিংসার বলি হলেন আরও এক তৃণমূল নেতা। উত্তর ২৪ পরগনার হাড়োয়ায় গুলি করে খুন করা হল তৃণমূলের জয়ী প্রার্থীকে। মৃতের নাম শেখ সাহেব আলি। ঘটনাটি ঘটেছে বসিরহাটের হাড়োয়া থানার খাসবালান্দা গ্রাম পঞ্চায়েতের সামলা এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে কাজ সেরে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন সাহেব। তিনি বসেছিলেন বাইকের পিছনে। সামলা বাজার চত্বরে আসতেই ১০-১৫ জন দুষ্কৃতী ঘিরে ধরে বাইকটি। তারপরই সাহেব আলিকে লক্ষ্য করে পরপর গুলি চালাতে শুরু করে। গুলিতে ঝাঁঝরা হয়ে যায় তৃণমূল নেতার শরীর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।

পুলিশ সূত্রে খবর, নিহতের পরিবারের কাছে রাত সাড়ে ১২টা নাগাদ খবর যায়। তাঁরা জানতে পারেন, বাজার এলাকায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে সাহেব আলির দেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।

পুলিশের সামনে দেহ আটকে রেখে রাস্তার উপরেই বিক্ষোভ দেখান মৃতের পরিবারের সদস্যেরা। বিক্ষোভ চলে রাত আড়াইটে পর্যন্ত। রাত আড়াইটের পর রাস্তা থেকে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। প্রথমে হাড়োয়া গ্রামীণ হাসপাতাল এবং পরে দেহ পাঠানো হয় বসিরহাট জেলা হাসপাতালে।

তৃণমূল নেতাকে খুনের পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। অটো বাইক ভাঙচুর করছেন সাহেব আলির অনুগামীরা। স্থানীয়রা বিক্ষোভও দেখান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাফ নামাতে হয়। গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here