খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই, শিলিগুড়ি: ২১ জুলাই শহিদ স্মরণে ধর্মতলা চলো কর্মসূচিকে সফল করার ডাক দিয়ে শিলিগুড়িতে মিছিল করল দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। শিলিগুড়ির এয়ার ভিউ মোড় থেকে হাসমিচক পর্যন্ত হয় এই মিছিল।
প্রতিবারের মতো এই বছরও ২১ জুলাই শহিদ দিবস পালন করবে তৃণমূল কংগ্রেস। ধর্মতলায় সমাবেশে যোগ দেবে তৃণমূল কংগ্রেসের লক্ষ লক্ষ কর্মী সমর্থক। ওই সমাবেশের প্রস্তুতি হিসেবে মিছিল করল দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেস। মিছিলে পা মেলান দার্জিলিং জেলা তৃণমূল মহিলা কংগ্রেসের জেলা সভানেত্রী মিলি শীল সিনহা সহ মহিলা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা।