আমেরিকায় চোখের চিকিৎসা সেরে ২৫ দিন পর কলকাতায় ফিরলেন অভিষেক

0
29

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২০ অগাস্ট, কলকাতাঃ চোখের চিকিৎসা সেরে ২৫ দিন পর আমেরিকা থেকে কলকাতায় ফিরলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রবিবার সন্ধ্যা নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন তিনি।

চোখের চিকিৎসা করতে গত ২৭ জুলাই আমেরিকায় রওনা দেন অভিষেক। সেখানে থাকাকালীন একাধিক ছবিও শেয়ার করেন তিনি। কালো টি শার্ট ও ডেনিম জিন্স পরে কন্যা আজানিয়ার হাত ধরে কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে বের হতে দেখা যায়। বিমানবন্দর থেকে সোজা কালীঘাটের বাড়িতে চলে যান তিনি।

শারীরিক পরিস্থিতির কথা জানতে চাইলে হাত দেখিয়ে তিনি জানান ভাল আছেন। যাদবপুর প্রসঙ্গে জানতে চাওয়া হলে কোনো মন্তব্য করেননি তিনি। আমেরিকার জন্‌স হপকিন্‌স হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের পরীক্ষা হয়েছে গত ৮ অগস্ট। তাঁর সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

এর আগে ওই হাসপাতালেই তাঁর চোখের অস্ত্রোপচার হয়েছিল। অভিষেকের ঘনিষ্ঠারা জানিয়েছেন, চিকিৎসকদের পরামর্শ অনুযাযী ছ’মাস পরে আবার তাঁকে চোখ পরীক্ষা করানোর জন্য ওই হাসপাতালে যেতে হতে পারে। রবিবার সপরিবারেই কলকাতায় ফিরেছেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় দুর্ঘটনার কবলে পড়ে। চোখে গুরুতর চোট পেয়েছিলেন তিনি। গত বছরেও আমেরিকা যেতে হয়েছিল তাঁকে। এবারে বিদেশ যাওয়ার আগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে জলঘোলা হয়। অবশেষে আদালতের হস্তক্ষেপে বিদেশ যাওয়ার ছাড়পত্র পবান অভিষেক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here