খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ অগাস্ট, কলকাতাঃ চোখের পরীক্ষা করাতে নিউ ইয়র্ক গিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে, আমেরিকার জন্স হপকিন্স হাসপাতালে অভিষেকের বন্দ্যোপাধ্যায়ের চোখের পরীক্ষা হয়েছে। এই হাসপাতালেই তাঁর চোখের অস্ত্রোপচারও হয়েছিল।
তৃণমূল সূত্রে খবর, পরিস্থিতি প্রায় সন্তোষজনক। তবে ছ’মাস পরে আবার তাঁকে যেতে হবে সেখানে। অগাস্টের মাঝামাঝি অভিষেক কলকাতায় ফিরবেন বলে খবর। প্রসঙ্গত, মঙ্গলবার আমেরিকায় অভিষেকের চোখের পরীক্ষা হয়েছে। অভিষেকের সঙ্গে বিশেষজ্ঞ চিকিৎসকের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা যাচ্ছে আমেরিকার হাসপাতালে বিদেশি চিকিৎসকের সঙ্গে বসে কথা বলছেন তিনি।অভিষেকের ঘনিষ্ঠ সূত্রে খবর, দেশে ফিরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন তিনি। বিদেশ থেকেই ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে দীর্ঘ টুইট করেছিলেন অভিষেক। সেই সূত্রেই বলা হচ্ছে, এ বার তিনি আইনি পদক্ষেপের পথে হাঁটার কথা ভাবছেন।
২৬ জুলাই চোখের চিকিৎসা করাতে আমেরিকায় রওনা হয়েছিলেন অভিষেক। জানা গিয়েছিল, দুবাই হয়ে আমেরিকায় যাবেন তিনি। এদিকে, দেশে ফিরে অভিষেকের পরবর্তী বড় কর্মসূচি ২ অক্টোবর গান্ধীজয়ন্তীতে দিল্লিতে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে ও রাজ্যের ন্যায্য পাওনা আদায়ের দাবিতে ধর্না। কলকাতায় ফিরে সেই কর্মসূচির প্রস্তুতি শুরু করবেন তিনি।
২০১৬ সালের ১৯ অক্টোবর মুর্শিদাবাদ থেকে একটি কর্মিসভা করে কলকাতায় ফেরার পথে সিঙ্গুরের দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ওপর দুর্ঘটনাগ্রস্ত হয় অভিষেকের গাড়ি। সেই দুর্ঘটনাতেই তাঁর চোখে আঘাত লাগে। তারপর থেকে দীর্ঘদিন ধরে তাঁর চোখের চিকিৎসা চলছে।