খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুলাই, মালদা: মণিপুরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে গোটা রাজ্য জুড়ে। ঘটনার প্রতিবাদ জানিয়ে আন্দোলন সংগঠিত করেছে বিভিন্ন রাজনৈতিক দল। এবারে মণিপুরের সেই পাশবিক ও নিন্দনীয় ঘটনায় বিজেপি তথা কেন্দ্র সরকারের ব্যর্থতা ও নীরবতার প্রতিবাদে আন্দোলনে নামল ইংরেজ বাজার শহর তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব।
মালদা শহরের রাজ হোটেল মোড় এলাকায় এই মর্মে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি বাবলা সরকার, কাউন্সিলর শুভময় বসু, আশীষ কুন্ডু সহ ইংরেজ বাজার শহর তৃণমূল যুব কংগ্রেস এবং মালদা জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।
এদিন এই প্রতিবাদ সভার মধ্যে দিয়ে মণিপুরে মহিলাদের উপর অত্যাচারের ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয় এবং মোদি সরকারের ব্যর্থতার অভিযোগ তুলে সোচ্চার হন উপস্থিত তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল যুব কংগ্রেস নেতৃত্ব।