খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাই মাথাভাঙ্গা: সামনে একুশে জুলাই। আর একুশে জুলাই মানেই প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে কলকাতা যাওয়ার হিড়িক। তবে কয়েকদিন আগেই সম্পন্ন হয়েছে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। প্রায় প্রত্যেক দলের কর্মী-সমর্থকদের প্রচুর অর্থ ব্যয় হয়েছে। আর ঠিক এই কারণেই এই মুহূর্তে অধিকাংশ তৃণমূল কর্মী সমর্থক ও নেতাদের পকেট একেবারেই খালি। তবে কলকাতা তো যেতেই হবে। তাই অর্থ উপার্জন করতে বর্তমান সময় কুর্শামারি এলাকার তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা লোকের জমিতে ধানের চারা লাগানোর কাজে ব্যস্ত। কারণ, বর্তমান সময়ে এটিই একমাত্র সহজ রাস্তা দ্রুত অর্থ উপার্জনের জন্য।
কুশামারী এলাকার এক তৃণমূল কর্মী নাজমুল হোসেন জানান, কুর্শামারি এলাকা থেকে এবার প্রায় ৫০০ কর্মী সমর্থক কলকাতার উদ্দেশ্যে যাবেন। তবে এই সকল কর্মী সমর্থকদের জন্য থাকা খাওয়ার দাওয়ার ব্যবস্থা থাকলেও নিজস্ব হাত খরচ ও অন্যান্য সময় খাওয়ার জন্য অর্থের প্রয়োজন। সেই কারণেই অর্থ উপার্জনের লক্ষ্যে দুটি দলে বিভক্ত হয়ে তাঁর ধানের চারা লাগাচ্ছেন বিভিন্ন লোকের জমিতে। এর ফলে সম্মানের সাথে বেশ ভালোই অর্থ উপার্জন করা সম্ভব হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৩০ হাজার টাকা তাঁরা জমিয়েও ফেলেছেন।