ক্যানিংয়ে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন! অভিযুক্ত আইএসএফ

163

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ জুলাই, ক্যানিংঃ শুক্রবার রাতে তৃণমূল কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ উঠল আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনা জেলার ক্যানিং থানার সাতমুখী গাজিপাড়ার ঘটনা। মৃতের নাম নান্টু গাজি। তিনি ইটখোলা গ্রাম পঞ্চায়েতের ২৪২ নম্বর গাজিপাড়ার তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন।

জানা গেছে, শুক্রবার রাতে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় ১০–১২ জন দুষ্কৃতী তাঁর উপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে আইএসএফ আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও আইএসএফের তরফে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী। আহতকে প্রথমে ক্যানিং হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে নান্টুকে কলকাতার চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মারা যায় নান্টু। ঘটনার তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাস বলেন, “আইএসএফ পরিকল্পনা করে এই খুন করেছে।” আইএসএফ অবশ্য এই অভিযোগ অস্বীকার করছে। স্থানীয় এক নেতার কথায়, ‘‘এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বেরই ফল। এর সঙ্গে আইএসএফের কর্মীরা যুক্ত নন।’’