খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ জুলাই, রায়দিঘিঃ তৃণমূল কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল। বুধবার সকালে রায়দিঘির ঘটনা। স্থানীয় একটি পুকুর থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে বিজেপির দিকে। মৃতের নাম বিপ্লব হালদার (৪০)। তিনি এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত ছিলেন। জানা গিয়েছে, গতকাল রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি। এদিন স্হানীয় একটি পুকুর থেকে তাঁর রক্তাক্ত দেহ উদ্ধার হয়।
তৃণমূলের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই তাঁকে কুপিয়ে খুন করেছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন রায়দিঘির বিধায়ক অলোক জলদাতা। বিজেপি অবশ্য তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে। এলাকার বিজেপি নেতা পলাশ রানা জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে বিজেপির কোনও সম্পর্ক নেই। দেহটি পুকুর থেকে উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।