খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২ জুলাই, মালদাঃ তৃণমূল কর্মী-সমর্থকদের বাড়িতে হামলা ভাঙচুরের ঘটনায় আবারও উত্তপ্ত মানিকচকের গোপালপুর। অভিযোগ কংগ্রেসের নেতাকর্মীদের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে গোপালপুর অঞ্চলের আশিনটোলা এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় রবিবার দুপুরে। দুটি বাড়িতে ভাঙচুর করার অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে।
জানা গেছে, তৃণমূল সমর্থক সাইরুন বিবির বাড়িতে হঠাৎ হামলা চালায় কংগ্রেসের লোকজন বলে অভিযোগ। বাড়ির মহিলা সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। বাঁশ লাঠি ইট দিয়ে বাড়িতে হামলা চালানো হয়। তৃণমূলের সমর্থক সেই কারণেই হামলা বলে জানাচ্ছেন সাইরুল বিবি ও তার পরিবার। যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। এদিকে গোটা এলাকা জুড়ে তীব্র উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।