খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৫ নভেম্বর, কলকাতা: সোমবার মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কালীঘাটের বাড়িতে তৃণমূলের জাতীয় কর্ম সমিতির বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে নেতা-মন্ত্রীর আচরণে রাশ টানতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। দলীয় শৃঙ্খলারক্ষায় আরও কঠোর হল তৃণমূল। রাজ্যের শাসকদলের তরফে তিনটি কমিটি গঠিত হল।
সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের অন্যতম মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, শৃঙ্খলারক্ষায় তিনটি কমিটি তৈরি করা হল। একটি সংসদীয়, একটি পরিষদীয় এবং দলীয় স্তরে। কোনও সদস্যের বিরুদ্ধে কোনও অভিযোগ উঠলে তাঁকে শোকজ নোটিস দেওয়া হলে জবাব দিতেই হবে।
অন্যথায় পর পর তিনটি শোকজ নোটিসে ওই সদস্যকে দল থেকে সাসপেন্ড করা হবে।চন্দ্রিমা জানিয়েছেন, শৃঙ্খলারক্ষায় তিনটি আলাদা কমিটি তৈরি করা হল। সংসদে শৃঙ্খলারক্ষা কমিটিতে থাকবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দোস্তিদার, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও নাদিমুল হক। দলের শৃঙ্খলারক্ষা কমিটিতে থাকবেন, সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, সুজিত বসু, চন্দ্রিমা ভট্টাচার্য।
বিধানসভার শৃঙ্খলারক্ষা কমিটিতে থাকবেন, ‘শোভনদেব চট্টোপাধ্যায়, নির্মল ঘোষ, দেবাশিস কুমার, অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্য। মুখপাত্রদের দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে সোমবারের বৈঠকে। কোন মুখপাত্র কোথায় কথা বলবেন তা ঠিক করবেন অরূপ বিশ্বাস। জাতীয় রাজনীতি ও সংসদীয় বিষয় নিয়ে বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও’ব্রায়েন, কাকলি ঘোষ দোস্তিদার, কীর্তি আজাদ, সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ।
এছাড়া অর্থনৈতিক বিষয় নিয়ে বলবেন, অমিত মিত্র, চন্দ্রিমা ভট্টাচার্য। শিল্প সংক্রান্ত বিষয় নিয়ে বলবেন, শশী পাঁজা, পার্থ ভৌমিক। উত্তরবঙ্গ নিয়ে বলবেন, গৌতম দেব, উদয়ন গুহ, প্রকাশ চিক বরাইক। বিধানসভা সংক্রান্ত বিষয় নিয়ে বলবেন, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, মানস ভুঁইয়া, মলয় ঘটক, শশী, কুণাল ঘোষ ও সুমন কাঞ্জিলাল।