উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ফের বিক্ষোভের মুখে রাজ্যপাল, গো ব্যাক স্লোগান টিএমসিপির

Date:

Share post:

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৮ জুন, শিলিগুড়ি: বুধবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এসে ফের বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন সকাল ১০টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের মূল গেটের সামনে পৌঁছোয় রাজ্যপালের কনভয়। সেখানে আগে থেকেই জড়ো হয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সমর্থকরা। রাজ্যপালের কনভয় পৌঁছোতেই সেখানে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। ‘গো ব্যাক’ স্লোগানও ওঠে। সূত্রের খবর, এদিন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে রাজ্যের ১৩টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠক করার কথা রাজ্যপালের। সেই জন্য এদিন এসেছেন তিনি। আর এসেই টিএমসিপি-র বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে।

গত ২৬শে জুন দুদিনের দার্জিলিং সফরে আসেন রাজ্যপাল। সেদিনই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের সঙ্গে দেখা করার পর ক্যাম্পাস চত্বরে তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষোভের মুখে পড়েন তিনি। আজ আবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় ঢোকার মুখেই গো ব্যাক স্লোগান, কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি রাজ্যপালের গাড়ির সামনে বসে পড়েন তৃণমূল ছাত্র পরিষদ কর্মীসমর্থকরা।

উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের তৃনমুল কংগ্রেসের কনভেনার মিঠুন বৈশ্য জানান, রাজ্যপাল অগণতান্ত্রিকভাবে পশ্চিমবঙ্গের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্য সরকারকে না জানিয়ে। কেন্দ্রীয় অনুদান তিনি আনতে পারছেন না, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জন্য। গত পাঁচ বছর ধরে বন্ধ হয়ে রয়েছে কনভোকেশন।উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে এখনো পর্যন্ত পার্মানেন্ট ভিসি নিয়োগ করতে পারলেন না ফলে অনেকটাই ক্ষতির মুখে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়।

ক্ষোভ প্রসঙ্গে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা টিচার কাউন্সিলের সভাপতি সমর বিশ্বাস জানান, গত ১১বছর ধরে রাজ্যের সরকার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রতি কোন ধ্যান দেননি। একের পর এক দুর্নীতির শিকার হয়ে উঠেছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। রাজ্যপাল নিজের উদ্যোগে যে বৈঠক করছেন ছাত্র-ছাত্রীদের পঠন পাঠনের জন্য তাতে ভালো ফলই হবে। তবে যারা রাজ্যপালকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন তারা এই কাজ করছেন শুধুমাত্র উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে ২০০ কোটি টাকার উপর দুর্নীতি হয়েছে সেই দুর্নীতিকে ঢাকার জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন অধীর, শুনে যা বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, বহরমপুর, ২ ডিসেম্বরঃ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে রাজ্যের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন প্রদেশ কংগ্রেস...

তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স, সুনামি সতর্কতা জারি

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, নয়াদিল্লি, ২ ডিসেম্বরঃ তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপিন্স। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর শনিবার ফিলিপিন্সের...

কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিতে বানাতে হবে মোদির ছবি দিয়ে ‘সেলফি পয়েন্ট’, নির্দেশ ইউজিসির

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, নয়াদিল্লি, ২ ডিসেম্বরঃ এবার থেকে দেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসে প্রধানমন্ত্রী মোদির ছবি...

লোকসভা ভোটের আগে বিজেপির হয়ে মাঠে নামবেন সিপিএম নেতারা, দাবি শুভেন্দুর

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, কলকাতা, ২ ডিসেম্বরঃ লোকসভা নির্বাচনের আগে নিজের জেলা পূর্ব মেদিনীপুরের সিপিএমের প্রবীণ নেতাদের বিজেপির...