আজ আরজিকর কান্ডের নি*র্যা*তিতা অভয়ার জন্মদিন

33

কলকাতা, ৯ ফেব্রুয়ারিঃ আজ আরজিকর কান্ডের নির্যাতিতা অভয়ার জন্মদিন। কিন্তু আজও সঠিক বিচার অভয়া পাইনি বলে লড়াই চালিয়ে যাচ্ছেন তাঁর বাবা মা। তবে তাঁর জন্মদিনে দিন অভয়ার বিচারের জন্য লড়াই চালিয়ে যাবেন বলে স্পষ্ট জানিয়ে দিলেন বাবা মা।

এই দিনে অভয়ার বাবা মা জানালেন, গত বছর তারা মেয়ের জন্মদিন কিভাবে মেয়ের সাথে কাটাতেন। আজও তারা সারাদিন মেয়ের জন্মদিন টা রাস্তায় করবেন। যেখানে যেখানে অভয়া ক্লিনিক হচ্ছে সেখানে সেখানে তারা যাবেন। তার মেয়ের গাছ পছন্দ ছিল তাই সেই গাছ তারা অভয়া ক্লিনিক থেকে বিতরণ করবে।

এদিন তার মা বলেন, গত বছর মেয়েকে জন্মদিনে ঘড়ি উপহার দিয়ে ছিলেন সেটা আজও যত্নে তুলে রেখেছেন। তার বাবা বলেন বিচারের দাবি নিয়ে আমরা লড়াই চালিয়ে যাবো। সে যত মাস যত বছর সময় লাগুক।