ধূপগুড়ি মহকুমা গঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন হল আজ

20

ধূপগুড়ি, ১৯ জানুয়ারি : ধূপগুড়ি মহকুমা গঠনের প্রথম বর্ষপূর্তি উদযাপন। আজ ধূপগুড়ি মহকুমা শাসকের কার্যালয়ের সামনে প্রশাসনের তরফে অনুষ্ঠানের আয়োজন করা হয়। কেক কেটে এই অনুষ্ঠানের সূচনা হয়। জানা যায়, যেখানে উপস্থিত ছিলেন মহকুমাশাসক পুষ্পা দোলমা লেপচা, মহকুমা পুলিশ আধিকারিক গ্যালসন লেপচা, ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক নির্মল চন্দ্র রায়, ধূপগুড়ি ও বানারহাটের বিডিও সঞ্জয় প্রধান ও নিরঞ্জন বর্মন, ধূপগুড়ি ও বানারহাটের পঞ্চায়েত সমিতির সভাপতি অর্চনা সূত্রধর ও সুমতি মুন্ডা সহ বানারহাট ও ধূপগুড়ি ব্লকের আধিকারিক, জনপ্রতিনিধি সহ অনেকে।

এক বছরের মধ্যে কিছু কিছু পরিকাঠামোগত উন্নয়ন হলেও এখনো অনেকটাই বাকি। তবে এক বছরের মধ্যে মহকুমাবাসীকে যতটা সম্ভব পরিষেবা দেওয়া সম্ভব হয়েছে বলে বিধায়ক, মহকুমাশাসক ও মহকুমা পুলিশ আধিকারিক তাদের বক্তব্যে তুলে ধরেন। আগামী দিনে মহকুমার জন্য একাধিক উন্নয়ন করা হবে বলেও জানান বক্তারা।