খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ ডিসেম্বর, নয়াদিল্লিঃ তিন রাজ্যে গেরুয়া ঝড়ে কার্যত ধুয়েমুছে সাফ কংগ্রেস। এই বিপুল সাফল্যের পর রবিরার সন্ধ্যায় নয়াদিল্লির বিজেপি সদর দপ্তরে পা রাখেন নরেন্দ্র মোদি। ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ অনেকেই।
তিন রাজ্যের ভোটে বিপুল জয়ের পর আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী সাফ জানিয়ে দিলেন, এই তিন রাজ্যের ভোটের ফল থেকেই স্পষ্ট ২০২৪ সালে ফের হ্যাটট্রিক করতে চলেছে বিজেপি ৷ অর্থাৎ আগামী বছর লোকসভা ভোটে ফের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের জন্য কেন্দ্রে ক্ষমতায় আসছে বিজেপি। এদিন দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় কার্যালয়ে মোদি বলেন, ‘আজকের এই হ্যাটট্রিক চব্বিশের হ্যাটট্রিকের গ্যারান্টি। ’
বিপুল জয়ে নারীশক্তিকেও কৃতিত্বের ভাগীদার করেছেন মোদি। তিনি বলেন, কথায়, ‘নারীশক্তির উন্নয়ন ছিল বিজেপির অন্যতম লক্ষ্য। সেই চেষ্টা করে গিয়েছি। মহিলারা আশীর্বাদ করেছেন। দেশের সব মা-বোনকে বলছি, বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছি, তা ১০০ শতাংশ পূরণ করব। এটা মোদির গ্যারান্টি।’ তিনি বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশের জয় হয়েছে। আত্মনির্ভর ভারতের জয় হয়েছে। দেশের বিকাশের জন্য রাজ্যের বিকাশ সবার আগে দরকার। সকল ভোটার যাঁরা নিজেদের রাজ্যের উন্নতির জন্য ভোট দিয়েছেন তাঁদের ধন্যবাদ। ছত্তিশগড়, রাজস্থান, মধ্যপ্রদেশবাসীদের অনেক ধন্যবাদ। তেলেঙ্গানাবাসীদেরও ধন্যবাদ।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আমার দায়িত্ব আরও বেড়ে গেল। এই ভোটে দেশে জাতিবিভেদ নিয়ে অনেক কথা উঠেছিল। তবে চারটি জাতি আমার কাছে প্রধান। নারীশক্তি, যুবশক্তি, কিষাণ এবং গরিব পরিবার। এরা যদি ভালো থাকে তবে দেশ ভালো থাকবে। বিভেদের রাজনীতির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ।’
তবে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের পাশাপাশি মোদির মুখে এ দিন বার বার শোনা গিয়েছে তেলেঙ্গানার কথা৷ দক্ষিণের রাজ্যটিতে কংগ্রেস ক্ষমতা দখল করলেও ৮টি আসনে জয়ী হয়েছে বিজেপি৷ বিজেপি-র ভোট প্রাপ্তি হার বৃদ্ধির জন্য তেলেঙ্গানাবাসীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী৷ আশ্বস্ত করেছেন, তেলেঙ্গানার মানুষের উন্নয়নে চেষ্টার ত্রুটি রাখবে না বিজেপি৷
একই সঙ্গে কংগ্রেসের নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোটকেও বিঁধতে ছাড়েননি প্রধানমন্ত্রী৷ বিরোধীদের ইন্ডিয়া জোটকে অহঙ্কারী বলে কটাক্ষ করে মোদি বলেন, ‘এই ফল কংগ্রেস এবং তাদের নেতৃত্বাধীন অহঙ্কারী জোটের জন্যও বড় শিক্ষা৷ পরিবারবাদী দলগুলি একমঞ্চে এলে যত ভাল ছবি উঠুক না কেন, দেশের মানুষের মন পাওয়া যায় না৷ তার জন্য দেশপ্রেম থাকা দরকার৷ গালিগালাজ, কুকথা এই জোটকে সংবাদ শিরোনামে আনতে পারে, কিন্তু মানুষের মনে জায়গা দিতে পারে না৷’ কংগ্রেস সহ বিরোধীদের মোদির পরামর্শ, ‘এমন রাজনীতি করবেন না যা দেশ বিরোধী শক্তিগুলিকে প্রশ্রয় দেয়৷’