খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৬ জুলাই, মাথাভাঙ্গা: টোটো চালকদের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে মাথাভাঙ্গা মহকুমা টোটো চালক ইউনিয়নের কনভেনশন অনুষ্ঠিত হল মাথাভাঙ্গা নজরুল সদনে।
এদিন টোটো চালক ইউনিয়নের বিভিন্ন দাবিদাওয়া নিয়ে এবং একুশে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে ধর্মতলা চলো এই স্লোগানকে সামনে রেখে কনভেনশনটি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল শ্রমিক সংগঠনের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক আলিজার রহমান, সংগঠনের মাথাভাঙ্গা ওয়ান এ ব্লক সভাপতি মজিরুল হোসেন, মাথাভাঙ্গা পুরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রামানিক, ভাইস চেয়ারম্যান বিশ্বজিৎ সাহা, সুজিত সাহা, লতিফ হোসেন, বাপি পাল, চন্দ্রশেখর রায় বসুনিয়া সহ অন্যান্যরা।
আলিজা রহমান বলেন, “টোটো চালকদের স্থায়ী স্ট্যান্ড এবং পুরসভার টোটো চালকদের উপর কর ধার্য নিয়ে একটি সমস্যা সমাধান তৎসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়েই আজকে মূলত আলোচনা হয়। একুশে জুলাই ধর্মতলা চলো অভিযান সফল করারও ডাক দেওয়া হয়।” কনভেনশনে প্রচুর টোটো চালক উপস্থিত ছিলেন।