বুড়িরহাট এ পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সচেতনতা র‍্যালী ট্র্যাফিক পুলিশের

45

দিনহাটা, ২২ জুন : বুড়িরহাট এ পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সচেতনতা র‍্যালী ট্র্যাফিক পুলিশের। রবিবার পথ নিরাপত্তা জোরদার করতে সাহেবগঞ্জ থানার অন্তর্গত বুড়িরহাট চৌপথী তে ট্র্যাফিক পুলিশের বিশেষ অভিযান। পথ নিরাপত্তা বিষয়ে সচেতন করতে পুলিশ কর্মীরা এবং স্থানীয় মানুষদের নিয়ে একটি র‍্যালী আয়োজিত হয়। উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ থানার ট্র্যাফিক ওসি দেবাশীষ রায়, সহ অন্যান্য পুলিশ কর্মীরা।

এদিন সচেতনতা র‍্যালির পাশাপাশি হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, ড্রাইভিং লাইসেন্সের না থাকা যানবাহনের বৈধ কাগজপত্র না থাকাসহ বিভিন্ন ট্র্যাফিক নিয়ম লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেখা যায় ট্রাফিক পুলিশকে।

সাম্প্রতিক সময়ে পথ দুর্ঘটনা বৃদ্ধি পাওয়ায় এমন অভিযানের প্রয়োজন বলে ট্র্যাফিক পুলিশ সূত্রে জানানো হয়। ট্রাফিকের দাবি নিয়মিত এই ধরনের অভিযান চালিয়ে জনসচেতনতা বাড়ানো এবং রাস্তায় শৃঙ্খলা ফিরিয়ে আনার চেষ্টা চলবে।