বজবজ শিয়ালদা শাখায় চলন্ত ট্রেনের ধা*ক্কায় মর্মান্তিক মৃ*ত্যু ১ যুবকের

27

শিয়ালদা, ২২ অক্টোবরঃ রাতে চলন্ত ট্রেনের ধাক্কায় বেশ কিছুটা দূরে ঘোসরে নিয়ে যায় এক যুবককে এরপর তার দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটেছে বজবজ শিয়ালদা শাখার নুঙ্গি ও আকড়ার মাঝে নিশ্চিন্তপুর ১১ নম্বর রেলগেট এর কাছে।শব্দ শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দেখে দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে। এরপর খবর পেয়ে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ ও রেল পুলিশের আধিকারিকরা পৌঁছে যুবকের ছিন্ন বিচ্ছিন্ন হওয়া দেহ উদ্ধার করে নিয়ে যায় রেল পুলিশ।

জানা যায়, মৃত যুবকের নাম মন্টু বয়স আনুমানিক ১৮ থেকে ২০ মহেশতলা ২৫ নম্বর ওয়ার্ডের। নিশ্চিন্তপুরের মামার বাড়িতে থাকতেন ওই যুবক শিয়ালদা থেকে বজবজ যাবার পথে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।তরতাজা যুবকের মৃত্যুতে নেমে আসে গোটা পরিবারের মধ্যে শোকের ছায়া।