আলিপুরদুয়ার, ১২ সেপ্টেম্বরঃ হৃদয়বিদারক ঘটনা ঘটল আলিপুরদুয়ারের মাঝেরডাবরী চা বাগানের দমনপুর এলাকায়। নির্মীয়মান সেপটিক ট্যাংকের গর্তে পড়ে মৃত্যু হল মাত্র চার বছরের এক শিশুর। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুটি বাবা-মার সঙ্গে ওই চা বাগান এলাকায় বসবাস করত। প্রতিদিনের মতো শুক্রবার সকালেও বাবা-মা কাজে বেরিয়ে যান। শিশুটি তখন ঠাকুরদা-ঠাকুরমার তত্ত্বাবধানে বাড়ির কাছেই খেলছিল। সকাল প্রায় ১১টা নাগাদ খেলতে খেলতে অসাবধানতাবশত সে বাড়ির পাশেই নির্মীয়মান সেপটিক ট্যাংকের জল ভর্তি গর্তে পড়ে যায়। পরিবারের লোকেরা প্রথমে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর গর্তে শিশুটির দেহ ভাসতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন তারা।
তড়িঘড়ি শিশুটিকে উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। অকালপ্রয়াণে ভেঙে পড়েছে পরিবার। প্রতিবেশীরাও স্তব্ধ এই মর্মান্তিক ঘটনায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মীয়মান সেপটিক ট্যাংকের গর্ত যথাযথভাবে ঢেকে রাখা হয়নি। সেই অবহেলার কারণেই প্রাণ গেল নিরীহ শিশুর। তাঁদের দাবি, এরকম নির্মাণকাজের সময় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা আর না ঘটে।
শিশুটির মৃত্যুর খবরে গোটা মাঝেরডাবরী চা বাগান এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এক মুহূর্তে প্রাণ হারানো এই চার বছরের শিশুকে ঘিরে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার।