ত্রাণ আনতে গিয়ে গঙ্গার জলে তলিয়ে যুবকের মর্মান্তিক মৃ*ত্যু, চাঞ্চল্য এলাকায়

24

মালদা, ১৯ আগস্ট: মালদায় ফের গঙ্গার জলে তলিয়ে যাওয়ার ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। ত্রাণ আনতে গিয়ে প্রাণ হারালেন এক যুবক। মৃত যুবকের নাম বিবেক মন্ডল,বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি মানিকচক বিধানসভার দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের এক নম্বর কলোনি এলাকায়।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে,গত শনিবার দুপুরে বাড়ি থেকে বের হয়েছিলেন বিবেক। উদ্দেশ্য ছিল দক্ষিণ চন্ডিপুর গ্রাম পঞ্চায়েত থেকে ত্রাণ আনা। এজন্য তিনি ছোট একটি ডিঙ্গি নৌকা নিয়ে গঙ্গা পার হন। কিন্তু তার পর থেকেই নিখোঁজ হয়ে যান তিনি। অনেক খোঁজাখুঁজি সত্ত্বেও কোনো খোঁজ মেলেনি।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রশাসনের সঙ্গে মিলে তল্লাশি অভিযান শুরু করেন। এলাকায় চাঞ্চল্যের মধ্যেই অবশেষে রবিবার সকালে সনাতন টোলা এলাকা থেকে তার দেহ ভেসে ওঠে। খবর পেয়ে প্রশাসনের রেসকিউ টিম ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ প্রথমে ভুতনি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। অপ্রত্যাশিত এই মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ পরিবার ও গ্রামবাসী।

স্থানীয়দের অভিযোগ,গঙ্গার ভাঙন ও অনিরাপদ পারাপারের কারণে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের কাছে নিরাপদ পারাপারের দাবি জানিয়েছেন তারা। এই ঘটনার পর গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।