খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ জুলাই, কলকাতাঃ ওভারহেডের তার ছিঁড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় ব্যাহত হল ট্রেন চলাচল । কাজ সেরে বাড়ি ফেরার পথে চূড়ান্ত ভোগান্তি পোহাতে হয় যাত্রীরা । জানা গিয়েছে, শনিবার বিকেল ৫টা নাগাদ নরেন্দ্রপুর এবং সোনারপুর স্টেশনের মাঝে ওভারহেড তার ছিঁড়ে যায় । তার জেরেই ডাউন লাইনে পুরোপুরি ট্রেন পরিষেবা থমকে যায়। স্টেশনে দাঁড়িয়ে যায় একাধিক লোকাল ট্রেন । সন্ধ্যা ৬টা ২৯ মিনিট নাগাদ তার মেরামতির কাজ শেষ হয় । সেকারণে শিয়ালদহ দক্ষিণ শাখার ডাউন লাইনে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে ট্রেন চলাচল । বাতিল করা হয় ১২টি লোকাল ট্রেন ।
ডাউন লাইনে কাজের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকলেও, আপ লাইনে তা স্বাভাবিক ছিল । সন্ধের পর ট্রেন চলাচল স্বাভাবিক হলেও, ট্রেনগুলিতে ব্যাপক ভিড় হওয়ায় নাকাল হতে হয় যাত্রীদের । কী কারণে হঠাৎ এই বিপত্তি তা জানা যায়নি ।