খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৪ জানুয়ারি, চেন্নাই: এবার তামিলনাড়ুতে লাইনচ্যুত হল লোকাল ট্রেন। জানা গেছে মঙ্গলবার সকালে ভিলুপুরম রেল স্টেশনের কাছে পুদুচেরিগামী একটি ট্রেনের পাঁচটি কামরা লাইনচ্যুত হয়। অবশ্য চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা ঘটেনি। বিকট শব্দ শোনার পর তড়িঘড়ি ট্রেন দাঁড় করিয়ে দেন চালক।
জানা গেছে, এদিন সকালে ট্রেনটি ৫০০ যাত্রী নিয়ে পুদুচেরি যাচ্ছিল। ভিলুপুরম রেল স্টেশন ছেড়ে ট্রেন এগোতেই রেললাইনে বিকট শব্দ শোনেন চালক। ভয়ানক ঝাঁকুনিতে ট্রেন দুলে ওঠে। দ্রুততার সঙ্গে চালক ট্রেনটি দাঁড় করিয়ে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলকর্মীরা। রেলকর্মীরাই যাত্রীদের ট্রেন থেকে নামান। ঘটনার জেরে প্রায় তিন ঘণ্টা ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, সমস্ত যাত্রীকে নিরাপদে ট্রেন থেকে নামিয়ে আনা হয়েছে। হতাহতের কোনও ঘটনা নেই। তবে কী কারণে ট্রেনটি লাইনচ্যুত হল তা এখনও স্পষ্ট নয়। রেলের প্রাথমিক অনুমান, রেললাইনের উপর পড়ে থাকা ভারী কোনও বস্তুর সঙ্গে ধাক্কা লাগাতেই বিকট শব্দ। তার জেরেই পাঁচটি বগি লাইনচ্যুত হয়। জানা গেছে ভোর সাড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটে। দুর্ঘটনার জেরে সকাল সাড়ে আটটা অবধি ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।