খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, দক্ষিণ ২৪ পরগনাঃ বঙ্গোপসাগরে আবারও ডুবল মৎস্যজীবীদের ট্রলার। তবে মৎস্যজীবীদের সকলেই প্রাণে রক্ষা পেয়েছেন। জানা গিয়েছে, পাঁচদিন আগে মাছ ধরতে কাকদ্বীপ থেকে ১৭ জন মৎস্যজীবী নিয়ে গভীর সমুদ্রে রওনা দিয়েছিল এফবি প্রসেনজিৎ নামের ট্রলারটি। আবহাওয়া খারাপ হওয়ায় গভীর সমুদ্র থেকে ফিরে আসতে বলা হয় তাদের।
সোমবার গভীর রাতে মৎস্যজীবী নিয়ে ফেরার পথ ধরেছিল ট্রলারটি। কিন্তু সীতারামপুর থেকে ২৫ কিলোমিটার দূরে গভীর সমুদ্রে উত্তাল ঢেউয়ের মধ্যে পড়ে উল্টে যায় ট্রলারটি। বরাত জোরে সে সময়ে পাশেই ছিল আরও একটি ট্রলার। ওই ট্রলারের সদস্যরা ১৭ জন মৎস্যজীবীকে উদ্ধার করেন। মৎস্যজীবীদের উদ্ধার করে কাকদ্বীপে নিয়ে যাওয়া হয়। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারের জন্য আরও ট্রলার পাঠানো হয়েছে।
গত সপ্তাহেই কাকদ্বীপ এলাকার কাছে আরও একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারের নীচের অংশ ফুটো হয়ে যায়। জল ঢুকে ট্রলারটি ডুবে যায়। কিন্তু প্রশ্ন হচ্ছে, আবহাওয়া দপ্তরের তরফে সতর্কতা জারি করা থাকলেও, কেন মৎস্যজীবীরা সমুদ্রে যাচ্ছেন, তা নিয়ে প্রশ্ন উঠছে।