মাথাভাঙ্গা, ৮ ফেব্রুয়ারিঃ দিনের আলোয় প্রকাশ্যে গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতর থেকে চুরি হয়ে গেল দুটি গাছ। টের পেল না কেউই। আর এই ঘটনাকে কেন্দ্র করে বেশ শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এদিন প্রকাশ্যে দিনের আলোয় গাছ দুটি চুরির ঘটনা ঘটে পচাগড় গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে। এদিকে গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে গাছ চুরির ঘটনার খবর চাউর হতেই গ্রাম পঞ্চায়েত সদস্য থেকে এলাকাবাসীরা এসে ভিড় জমান গ্রাম পঞ্চায়েত অফিসে।
জানা গিয়েছে, পচাগর গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে কমিউনিটি হল তৈরি হচ্ছে। ভেতরে গাছ থাকায় কিছুটা দূরে ভবন তৈরি করা হচ্ছে কিন্তু দিনেদুপুরেই সেই গাছ কেটে নিয়ে গেলো এবার দুষ্কৃতীরা।
এবিষয়ে পচাগর গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন পঞ্চায়েত সদস্য উকিল বর্মন জানান, সকালে খবর পাই গ্রাম পঞ্চায়েত অফিসের ভেতরে গাছ কাটা হচ্ছে। এসে দেখি ভেতরে থাকা একটি নিম গাছ এবং দেবদারু গাছ কেটে নিয়ে গেছে দুষ্কৃতীরা। তবে কে বা কারা এই গাছ কেটে নিলো তা কেউ দেখেনি বলে তারা জানান। এবিষয়ে মৌখিকভাবে তারা প্রশাসনকে জানিয়েছেন এবং লিখিত আকারেও জানাবেন বলে জানান। যদিও গাছ চুরির অভিযোগে মাথাভাঙ্গা থানার পুলিশ এক ব্যক্তিকে আটক করে নিয়ে যায়।