২ বিজেপি কর্মীকে মারধর ও ছুরি দিয়ে কোপানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

67

দিনহাটা, ২০ আগস্টঃ ২ বিজেপি কর্মীকে মারধর ও ছুরি দিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগ, গতকাল রাতে দিনহাটা-২ নম্বর ব্লকের চৌধুরীহাট অঞ্চলের সাদিয়ালের কুটিতে বিজেপি নেতা প্রমোদ বর্মনের বাড়িতে কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলেন। সেই সময়ই হঠাৎ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের উপর হামলা চালায়। আহতরা বর্তমানে বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়,গতকাল রাতে দিনহাটা ২নং ব্লকের চৌধুরীহাট অঞ্চলের সাদিয়ালের কুটিতে বিজেপি নেতা প্রমোদ বর্মনের বাড়িতে কয়েকজন মিলে আড্ডা দিচ্ছিলেন সেই সময়ই হঠাৎ করে ২৫-৩০ জন দুষ্কৃতী অতর্কিতে এসে হামলা চালায় তাদের উপর। চৌধুরীহাট অঞ্চল কনভেনার সুব্রত দে সরকার ও আব্দুল মিয়াকে ছুরি দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। তার হাতে আঘাত লেগেছে ১২টি সেলাই পড়েছে বলে জানা যায়। ঘটনাটি কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়।

পরে বিজেপি কর্মীরা এবং স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে তড়িঘড়ি বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। আহতদের দেখতে সেখানে পৌঁছান কোচবিহার জেলা বিজেপি সম্পাদক জীবেশ বিশ্বাস।

যদিও যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তৃণমূলের দিনহাটা-২ ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য বলেন, এই অভিযোগ ভিত্তিহীন।