বাজি ফাটাতে বাঁধা, বিজেপি কর্মীকে মারধোরের অভিযোগ তৃনমূলের বিরুদ্ধে

0
132

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ নভেম্বরঃ দীপাবলীর রাতে বাজি ফাটাতে বাঁধা দেওয়ায় এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেস কর্মীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের শালবাড়ী ২ গ্রাম পঞ্চায়েতের বজরাপুর এলাকায়। ওই ঘটনায় এক বিজেপি কর্মী আহত হয়। সে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। ওই ব্যক্তির পরিবারের পক্ষ থেকে তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

জানা গেছে, আহত ওই বিজেপি কর্মীর নাম শৈলেন বর্মন। দীপাবলির রাতে ওই তৃনমূল কর্মীকে বাজি ফাটাতে বাঁধা দেয় শৈলেন বর্মন। তারপরে বচসা বেঁধে গেলে হাতাহাতি শুরু হয় দুজনের মধ্যে। ওই ঘটনায় গুরুতর জখম হন শৈলেন বর্মন নামে ওই বিজেপি কর্মী। সে বর্তমানে তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিজেপি সূত্রে জানা গেছে,ওই বিজেপি কর্মীর মাথায় আঘাত করা হয় ও তার  দাঁত ভেঙে দেওয়া হয়।

এদিন এবিষয়ে শালবাড়ী দুই অঞ্চলের তৃণমূল কংগ্রেস নেতা পরিমল কার্জির অভিযোগ,তাদের দলীয় কর্মী দীপাবলির রাতে তার বাড়িতে আতশবাজি জ্বালানোর সময় তার বাড়ির সদস্যদেরকে উক্তি করে কটাক্ষ করে বিজেপি কর্মী শৈলেন বর্মন। তৃণমূলের আরও অভিযোগ,তাদের কর্মীকেও বেধড়ক মারধোর করা  হয়েছে। এবং পরবর্তীতে বিজেপি গুন্ডাবাহিনী নিয়ে এসে তাদের কর্মীর পরিবারের ওপর হামলা চালায়। বর্তমানে ওই কর্মীর মা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here