কোচবিহারে এনআরসি বিরোধী মিছিলের ডাক তৃণমূলের

107

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, কোচবিহার, ৮ জুলাইঃ কোচবিহারে এনআরসি বিরোধী মিছিলের ডাক দিল তৃণমূল। আজ দুপুরে ওই মিছিল হবে স্টেশন মোড় এলাকা থেকে। ফেসবুক পোস্ট করে জানালেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি লেখেন, বেলা ১ টায় মিছিল হবে।

জানা গেছে, ভূমিপুত্র উত্তম কুমার ব্রজবাসীকে সম্প্রতি এনআরসি নোটিশ পাঠিয়েছে আসাম সরকার। ওই ব্যাপারে সামাজিক মাধ্যমে ট্যুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বংশপরম্পরায় দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী৷ ৫০ বছর বয়স হয়ে গেলেও কোচবিহারের বাইরে যাননি কখনও৷ দিনহাটা সীমান্তের সেই বাসিন্দার কাছে এল অবৈধ অনুপ্রবেশের নোটিশ৷ এনআরসি-এর গেরোয় পড়ে এখন চিন্তিত চৌধুরীহাটের সাদিয়ালের কুঠি এলাকার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী৷

অসম সরকারের তরফে উত্তমকে এই নোটিশ পাঠানো হয়েছে৷ সেখানে বলা হয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে উপযুক্ত নথি দেখাতে না-পারলে তাঁকে অনুপ্রবেশকারী হিসেবেই চিহ্নিত করা হবে৷ এখন কী করবেন,সেই নিয়ে উদ্বেগে রয়েছেন উত্তম৷

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে পুলিশ প্রশাসন মারফত উত্তমের বাড়িতে এনআরসি সংক্রান্ত একটি চিঠি পৌঁছয়। চিঠিটি তিনি প্রতিবেশীদের দেখানোর পর জানতে পারেন, অসম সরকার তাঁকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে নোটিশটি পাঠিয়েছে। চিঠিতে উল্লেখ রয়েছে, তিনি নাকি ১৯৬৬ সাল থেকে ১৯৭১ সালের মধ্যে অবৈধভাবে অসম সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছেন৷ সেই থেকে অবৈধভাবে দিনহাটা মহকুমার চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের সাদিয়ালের কুঠিতে বসবাস করছেন।

এছাড়াও নোটিশটিতে উল্লেখ রয়েছে,পুলিশ ভেরিফিকেশনে উত্তম বৈধ কাগজপত্র দেখাতে পারেননি৷ তাই তাঁকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নোটিশ প্রসঙ্গে উত্তম কুমার ব্রজবাসী বলেন, “আমার জন্ম দিনহাটায়। আমার ৫০ বছর বয়স। আমার বাবার জন্ম দিনহাটায়। আমি কোনও দিনই অসমে যাইনি। আমার বাবা কোন দিন অসম রাজ্যে গিয়েছে কি না তা আমাদের জানা নেই। তাহলে এই নোটিশের মানে কী ? ঘটনায় আমি আতঙ্কে রয়েছি ।”

অন্যদিকে,গোটা ঘটনাটিকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর৷ বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, “বিজেপি বাঙালি বিরোধী। তাই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। ব্রজবাসী দিনহাটার স্থানীয় বাসিন্দা। তারপরও কেন এই ধরনের নোটিশ আসছে জানি না।”

এর পরেই কোচবিহারে এনআরসি বিরোধী মিছিলের ডাক দিল তৃণমূল। আজ দুপুরে ওই মিছিল হবে স্টেশন মোড় এলাকা থেকে। এই নিয়ে ফেসবুক পোস্ট করে জানালেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।