খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ জুলাই, জলপাইগুড়ি: কালিরহাট বড় কালী মন্দিরে পুজো দিয়ে ভোট প্রচার শেষ করলেন তৃণমূলের জেলা পরিষদ প্রার্থী নূরজাহান বেগম। মাজার শরিফে চাদর চড়িয়ে প্রচার শুরু করেছিলেন তিনি। কালী মন্দিরে পুজো দিয়ে প্রচার শেষ করলেন জলপাইগুড়ি জেলা পরিষদের পাঁচ নম্বর আসনে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী নূরজাহান বেগম।
বুধবার ধূপগুড়ি ব্লকের কালিরহাটের বড় কালী মায়ের মন্দিরের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মনোনীত দলীয় প্রার্থীদের সমর্থনে এক বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল। পুজোতে উপস্থিত ছিলেন জেলাপরিষদের প্রার্থী নূরজাহান বেগম সহ মাগুরমারি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থীরা। এছাড়াও উপস্থিত ছিলেন ধূপগুড়ির প্রাক্তন বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্যা মিতালি রায়। পুজো শেষে দলীয় প্রার্থীদের নিয়ে নাচতে দেখা যায় মিতালি রায়কে। নূরজাহান বেগম সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “বিরোধীরা কোনও উন্নয়ন করেনি।শুধুমাত্র সাধারণ মানুষকে প্রতিশ্রুতি দিয়ে গেছে। নির্বাচনে জয় শুধু সময়ের অপেক্ষা।