সিতাইয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ালেন তৃণমূল প্রার্থী সংগীতা রায়

92

দিনহাটা, ১৩ নভেম্বরঃ সিতাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল সাতটা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এজন্য ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার। তবে লাইনে ভোটারদের ভিড় দেখা যায়নি। এদিন সকাল সকাল গারানাটা ফিফথ প্ল্যান প্রাথমিক স্কুলের ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে আসেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সংগীতা রায়। ওই বুথে নির্দলের এজেন্টকে দেখা গেলেও বিজেপির কোনও পোলিং এজেন্টকে দেখা যায়নি। ভোটকেন্দ্রের ভেতরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে তিনি বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

এছাড়াও তিনি সিতাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সিতাই ব্লকের দক্ষিণ কোনাযাত্রার একটি বুথে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সাথে বচসা তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়।