মনিরুল হক, কোচবিহারঃ সিতাই বিধানসভা উপনির্বাচনের শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়া। এদিন দিনহাটা মহকুমা শাসকের করণে উপস্থিত হয়ে মনোনয়ন পত্র তোলেন এবং তা জমা দেন। এদিন সেখানে উপস্থিত ছিলেন প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়ার স্বামী তথা কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, দলের চেয়ারম্যান গিরিন্দ্রনাথ বর্মণ, প্রাক্তন বিধায়ক বিনয় কৃষ্ণ বর্মণ, আব্দুল জলিল আহমেদ, কমলেশ অধিকার, গৌরীশঙ্কর মাহেশ্বরী সহ অন্যান্য জেলা ও ব্লক স্তরের নেতৃত্বরা।
জানা গেছে, ২৪ সালের লোকসভা নির্বাচনী তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়ার কাছে ৩৯ হাজারের বেশি ভোটে পরাজিত হয় প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। জয়ী হওয়ার পরে সিতাইয়ের বিধায়ক পদ থেকে ইস্তাফা দেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া। তারপরেই সিতাই বিধানসভার উপনির্বাচন দিনক্ষণ ঘোষণা করেন নির্বাচন কমিশন। তারপরে সিতাই বিধানসভার উপনির্বাচনে বাম-কংগ্রেস-বিজেপি ও সহ অন্যান্য দলের প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দেন। কিন্তু শেষ দিনে মনোনয়ন পত্র জমা দেন তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়া। তার আগেই বাড়ি থেকে বেরিয়ে তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়া সিতাইয়ের রাধাগোবিন্দ মন্দিরে পুজো ও মা কালী মন্দিরে পুজো দিয়ে মনোনয়ন পত্র জমা দিতে আসেন দিনহাটা মহকুমা শাসকের অফিসে। সেখানে মনোনয়ন পত্র জমা দেওয়ার পর শাসক দলের নেতাদের দাবি, সিতাই বিধানসভা উপনির্বাচনে এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়া রেকর্ড সংখ্যক ভোটে জয়লাভ করবেন।
এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায় বসুনিয়া জানান,আমরা সবসময় প্রচারে থাকি,সবসময় মানুষের পাশে থাকি। তাই মানুষ আমাদের ভোট দেবে। এবারের নির্বাচনে আমরা বিরোধীদের জামান বাজেয়াপ্ত করে রেকর্ড সংখ্যক ভোটে জয় লাভ করবো।
তিনি আরও বলেন, সিতাই ৬নং বিধানসভা উপনির্বাচনে আমাকে মনোনীত করেছেন দলনেত্রী মমতা ব্যানার্জি। তাকে প্রথমে শতকোটি প্রনাম এবং অভিষেক ব্যানার্জিকে ধন্যবাদ জানাই।