পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের নেত্রীত্বরা

7

কুলটি, ১৬ জানুয়ারিঃ পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। এদিন কুলটি বিধানসভা এলাকার কুলটি ইসকো গেটের সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। ওই ঘটনায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের সাথে কথা বলে এবং আশ্বাস দিলেই পথ অবরোধ তুলে নেন তারা।

স্থানীয় নেত্রীত্বদের দাবি, দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসী। বারবার ইসকো কর্তৃপক্ষকে জানিয়েও কোনো ফল হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান কুলটি এলাকার বাসিন্দারা। অবরোধের জেরে ব্যপক যানজটের সৃষ্টি হয় ইসকো গেটের সামনে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ ও সিআইএসএফের আধিকারিকরা।

এদিন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বিমান দত্ত জানান, এই এলাকায় দীর্ঘদিন ধরে কুলটি সেল কর্তৃপক্ষ পানীয় জল সরবরাহ করে আসছে। সেইসব স্থানে দীর্ঘদিন ধরে কুলটি সেল কর্তৃপক্ষ ম্যানেজমেন্ট কুলটি এলাকার বিভিন্ন জায়গায় পানীয় জল বন্ধ করে দিয়েছে। যেখানে প্রায় তিন মাস ধরে এই পানীয় জল বন্ধ রেখেছে। যেখানে জলের আরেক নাম জীবন সেখানে মানুষের জীবন নিয়ে খেলা করছে এখানকার সিজিএম। তিনি ব্রিটিশ শাসন চালাচ্ছেন তারই প্রতিবাদে সাধারণ মানুষের স্বার্থে আজ তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে সবাই জানে তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের দল সাধারণ মানুষের পাশে সব সময় থাকে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের আদর্শে আজকে আমরা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়ের নেতৃত্বে।

আমরা সমস্ত কুলটি ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ ও শাখা সংগঠন যুব সংগঠন মহিলা ছাত্র মাইনরিটি শিক্ষা সংগঠনের সকলেই একত্রিত হয়ে ইসকো গেটের সামনে পানীয় জলের দাবিতে বিক্ষোভ কর্মসূচি করছি। তাদের ইসকো সেল কর্তৃপক্ষের কাছে একটাই অনুরোধ অবিলম্বে মানুষের জীবন নিয়ে আপনারা খেলা বন্ধ করুন এবং পানীয় জলপরিসেবা অবিলম্বে চালু করুন। যতক্ষণ না পানীয় জল চালু হচ্ছে তাদের অবরোধ চলবে।