মনিরুল হক, কোচবিহারঃ “তিলোত্তমার হত্যাকাণ্ডের বিচার কবে হবে সিবিআই জবাই চাই’’ এই স্লোগানকে সামনে রেখে কোচবিহারের রাজপথে প্রতিবাদ মিছিল তৃণমূল কংগ্রেস। এদিন ওই মিছিল শুরুর আগে জমায়েত করেন কোচবিহার রাসমেলা ময়দানে। সেখান থেকে ওই মিছিল কোচবিহার শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে রাসমেলার মাঠে গিয়ে ওই মিছিল শেষ হয়। এদিনের ওই মিছিলে তৃণমূল কর্মী সমর্থকদের সাথে পায়ে পা মেলালেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহারের সংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া, তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক, প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, আব্দুল জলিম আহমেদ, তৃণমূল মহিলা নেত্রী শুচিস্মিতা দেব শর্মা সহ আরও অনেকে।
এদিনের এবিষয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, আমাদের সিবিআইয়ের কাছে দাবি অবিলম্বে এই মামলার সুরাহা করতে হবে। আজ কে ১১ দিন হয়ে গেল সিবি আইয়ের কাছে কেস গিয়েছে। তারপরেও ১ ইঞ্চি জায়গা সিবিআই এগোতে পারেন নি। ওই যে একজন ধরা পড়েছে ২৪ ঘন্টার মধ্যে। তাকে রাজ্য পুলিশ ধরে দিয়েছিল। ওই একজনের পর আর দুজন করা যায়নি, তাহলে সিবিআই কি করছে। এত ঢাক ঢোল বাজিয়ে নিরপেক্ষ তদন্ত করতে নাকি রাজ্য পুলিশের থাকে তারা বেশি পারদর্শী। তারা কোথায়, তার কেন ১ ইঞ্চি জায়গা এগোতে পারছেন। এটা শুরু আমাদের প্রশ্ন না, যে নির্যাতিতা মহিলা ধর্ষণ হয়ে খুন হয়েছে তার পরিবারের লোকজনও প্রশ্ন তুলছে, বলছে কি করছে সিবিআই ? তারা সিবিআইয়ের প্রতি আস্থা হারিয়ে ফেলছে। এটা শুধু একজন দুজন, দশ জনের ব্যাপার না, সারা রাজ্যের মানুষ এখন বুঝতে পারছে। এটাকে নিয়ে এখন নোংরা রাজনীতি করার চেষ্টা করছে। যারা এই রাজ্যে শূন্য তারাও দখল করতে চায় নবান্ন। বিজেপি ও সিপিআইএম মিলে একটা চক্রান্ত করার চেষ্টা করছে। বিজেপি এবং সিপিএম বিচার ব্যবস্থার মোড় ঘুরিয়ে দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করার চেষ্টা করলে তৃণমূল কংগ্রেস চুপ করে বসে থাকবে না। আমরাও তার প্রতিবাদ করবো।
তিনি আরও বলেন, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুরু থেকে দোষীদের শাস্তির দাবি করে এসেছেন। তিনি দেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে আইন পরিবর্তন করে দোষীদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন।
এদিন ওই মিছিলে পা মিলিয়ে কোচবিহার লোকসভা কেন্দ্রের সংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বলেন, বিজেপি এবং সিপিএম রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য বাংলাদেশের পরিস্থিতি এখানে তৈরি করার চেষ্টা করছে। কিন্তু জেনে রাখুন এটা বাংলাদেশ নয়, এটা পশ্চিমবঙ্গ। তাই তৃণমূল কংগ্রেস হাতে চুড়ি পরে বসে নেই। উপযুক্ত জবাব দিতে জানে। তাই বলবো সিবিআই সময় নষ্ট না করে দোষীদের চিহ্নিত করে ফাঁসি ব্যবস্থা করুন।
এদিন এবিষয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, আমরা আগেই বলেছি জানিয়েছি কোচবিহারের রাজপথে লক্ষ লোকের মিছিল হবে। আমাদের একটাই দাবি সিবিআইয়ের তদন্ত কবে শেষ হবে। সিবিআইয়ের তদন্তের নামে এটাকে ট্র্যাক করা হচ্ছে। আরও বেশি দীর্ঘায়ু করা হচ্ছে। যাতে এই আন্দোলন আরও চলতে থাকে। এই প্রতিবাদের মধ্যে ক্ষমতা পিপাসুরা তারা ক্ষমতা ও চেয়ারে বসার আশা করছে। যাদের বাংলার মানুষ দুই মাস আগে ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা ক্ষমতায় আসতে চাইছে। তাই আমরা চাইছি যে সিবিআই খুব দ্রুত আরজি করের তিলোত্তমার বিচার করুক। বাংলার মুখ্যমন্ত্রী দোষীদের ফাঁসির দাবি জানিয়েছেন এবং অভিষেক ব্যানার্জি দাবি করেছেন শক্ত আইন প্রণয়ন করার জন্য। সেই দিকে নজর দেখ কেন্দ্রীয় সরকার বলে জানান তিনি।