কোচবিহার, ২ আগস্ট: এনআরসি নোটিশ ও ভিন রাজ্যে বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগ ঘিরে উত্তপ্ত রাজনৈতিক আবহে আন্দোলনের পথে নামছে তৃণমূল কংগ্রেস। কোচবিহার জেলার ২০টি স্থানে আগামী ৫ আগস্ট অবস্থান বিক্ষোভের ডাক দিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক।
ফেসবুক পোস্টে তিনি জানান, “বাংলা বিদ্বেষীদের বিরুদ্ধে আগামী ৫ই আগস্ট কোচবিহার জেলা জুড়ে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ২০টি স্থানে জমায়েত ও বিক্ষোভ হবে।” তাঁর দাবি, এনআরসি ইস্যুতে একের পর এক নোটিশ পেয়ে আতঙ্কিত জেলার সাধারণ মানুষ। পাশাপাশি, ভিন রাজ্যে বাঙালিদের উপর পরিকল্পিত আক্রমণের ঘটনাগুলিও গভীর উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
এই অবস্থায় “বাংলা বিদ্বেষের” বিরুদ্ধে সরব হতে চাইছে রাজ্যের শাসকদল। জেলা তৃণমূল নেতৃত্বের দাবি, এটি শুধুই রাজনৈতিক আন্দোলন নয়, সাধারণ মানুষের অধিকারের প্রশ্ন। ৫ আগস্ট জেলার বিভিন্ন ব্লক ও শহরাঞ্চলে একযোগে এই কর্মসূচি পালন করা হবে বলে জানা গেছে।
তৃণমূলের এই ঘোষণাকে কেন্দ্র করে জেলাজুড়ে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত এই কর্মসূচি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।