জামিন হল না তৃনমূলের দাপুটে নেতার, মুখ ঢেকে আদালতে এলেন আরাবুল

39

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১০ ফেব্রুয়ারিঃ ভাঙরের প্রাক্তন বিধায়ক তথা দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলামের মিলল না জামিন। অসুস্থতার কারণ দেখিয়ে আরাবুলের জামিনের আবেদন করা হয়। কিন্তু তার জামিনের আবেদন মেলেনি। তদন্তকারীরা তাকে নিজেদের হেফাজতে নিতে চেয়ে আবেদন করেন। এরপর আদালত ১২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে।

২১-এর পঞ্চায়েত ভোটের সময় এক আইএসএফ নেতাকে খুনের ঘটনায় তৃণমূল নেতা আরাবুলকে গ্রেফতার করেছিল পুলিশ। এদিন দেখা যায় আরাবুল একেবারে মুখ ঢেকে আদালতে এসেছেন। এভাবে এর আগে আরাবুলকে মুখ ঢাকা অবস্থায় দেখা যায়নি। এদিকে তৃণমূল নেতার বিরুদ্ধে পুলিশের এই ব্যবস্থা নেওয়ার ঘটনাকে ঘিরে নানা প্রশ্ন উঠছে। এর আগে চমকানো,ধমকানোর উপর দিয়ে রাজনীতি করতেন আরাবুল। তাকে কেন্দ্র করে নানা বিতর্ক। কিন্তু সেই আরাবুল এদিন একেবারে মুখ ঢেকে আদালতে আসেন।

পুলিশের পক্ষের আইনজীবী জানিয়ে দেন,আট মাস বাদে পুলিশ ঘটনার তদন্ত করছে। যে তিন হাজার মানুষ সেদিন এলাকায় ছিলেন তাদের কন্ট্রোল করছিল আরাবুল। যে অস্ত্র সেদিন ব্যবহার করা হয়েছিল সেটা উদ্ধার করতে হবে।

যে নেতার পাশে দাঁড়িয়ে ছবি তোলার জন্য তৃণমূলের কেষ্ট বিষ্টুদের মধ্যে প্রতিযোগিতা থাকত,সেই নেতাকে এদিন দেখা যায় একেবারে মুষড়ে পড়া অবস্থায়। বৃহস্পতিবার ভাঙড় থেকে গ্রেফতার করা হয়েছিল আরাবুলকে।

এদিন আদালতে আরাবুলের আইনজীবী জানিয়েছিলেন,আরাবুল ভীষণ অসুস্থ। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলছে। তাছাড়া পঞ্চায়েত ভোটের সময় তার গাড়ির ড্যাশবোর্ডেই বোমা রেখে তাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। এমনকী ঘটনার এতদিন বাদে অস্ত্র উদ্ধার নাম করে হয়রানি করা হচ্ছে বলেও দাবি করা হয়।

তবে সেই আরাবুলকে লোকসভা ভোটের আগে পুলিশ যে গ্রেফতার করতে পারে এটা স্বপ্নেও কেউ ভাবতে পারেনি। তবে কি রাজধর্ম পালনের জন্য এই গ্রেফতার নাকি এর পেছনে রয়েছে অন্য অঙ্ক ?