লক্ষ্য নয়ে নয়, কোচবিহারে দলের বিভিন্ন অঞ্চল নেতাদের নিয়ে বৈঠকে তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক 

173

কোচবিহার, ১৬ জুন: পাখির চোখ ২০২৬ সালের বিধানসভা। জেলার নয়টি আসনের সবগুলোতেই জয়ের লক্ষ্য নিয়ে ঝাপিয়ে পড়তে চাইছেন তৃণমূল নেতৃত্ব। সেই লক্ষ্য পূরণের জন্য বিভিন্ন অঞ্চল কমিটির তৎপরতা বাড়াতে জোর দেওয়া হচ্ছে। সোমবার দিনভর দফায় দফায় বিভিন্ন অঞ্চল কমিটির নেতা, কর্মীদের নিয়ে বৈঠক করেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। জানা গেছে সোমবার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে

তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের বালাভূত অঞ্চলের সমস্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তিনি। তার আগে শীতলকুচি ও নাটাবাড়ি বিধানসভা এলাকার দুটি অঞ্চল কমিটির সঙ্গেও বৈঠক করেন তিনি।অভিজিৎ বাবু আগেই জানিয়েছেন আগামী বিধানসভা ভোটে জেলার নয় টি আসনের সবগুলিতে জোড়া ফুল ফোটানো তার লক্ষ্য।