মুখ্যমন্ত্রীর নির্দেশ মানতে কাউন্সিলরদের গ্রুপে বার্তা দিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ

344

কোচবিহার, ১৯ মে: কোচবিহার: শিলিগুড়ির সভা থেকে মুখ্যমন্ত্রীর দেওয়া নির্দেশ মানতে কাউন্সিলর দের গ্রুপে বার্তা দিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। তিনি ওই পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও।

জানা গেছে, সোমবার কোচবিহার পৌরসভার অন্তর্গত ভবানীগঞ্জ বাজারের দোকানের নামজরি তথা মিউটেশন, বিভিন্ন হোটেলের কনজারভেন্সি ট্যাক্স যাতে অতিরিক্ত হারে না নেওয়া হয় তা ফের শিলিগুড়ির সভা থেকে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই নির্দেশ মাথায় রেখে সোমবার তা মেনে চলতে কোচবিহার পুরসভার কাউন্সিলারদের উদ্দেশ্যে হোয়াটস অ্যাপ গ্রুপে বার্তা দেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি।

তিনি ওই ব্যাপারে লিখেছেন,তাই সকল কাউন্সিলার এবং আধিকারিকদের অনুরোধ করবো ভবানীগঞ্জ বাজারের নামজারি এবং কঞ্জারভেন্সি ট্যাক্স থেকে পিছিয়ে আসুন। এটা মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ।

তিনি আরও জানান,মুখ্যমন্ত্রীর নির্দেশ আমি কোচবিহার পৌরসভার সমস্ত কাউন্সিলর এবং আধিকারিকদের নিয়ে গঠিত হোয়াটস অ্যাপ গ্রুপেও জানিয়ে দিলাম।