কোচবিহার,২২ জুনঃ পৌর অস্থায়ী শ্রমিক দের শ্রম দপ্তরের সুবিধের আওতায় আনা সহ একগুচ্ছ বার্তা দিলেন তৃণমূল জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। কোচবিহার মিউনিসিপাল ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়েজ অ্যাসোসিয়েশন এর সাধারণ সভা অনুষ্ঠিত হলো কোচবিহার উৎসব অডিটোরিয়ামে।
মূলত, কোচবিহার পৌরসভার স্থায়ী এবং অস্থায়ী কর্মীদের নিয়ে এদিনের এই সাধারণ সভা বলে জানা গেছে। এদিনের এই সাধারণ সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক, কোচবিহার পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ভূষণ সিং,উপ পৌর মাতা আমিনা আহম্মেদ সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা।
সভাশেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক জানান, এদিনের যারা অস্থায়ী কর্মী রয়েছে তাদের লেবার কার্ড এখনো হয়নি পশ্চিমবঙ্গ সরকারের শ্রম দপ্তরের উদ্যোগে অনেক সুযোগ-সুবিধা তাদের দেওয়া রয়েছে তবে কোচবিহার পৌরসভার কর্মীরা তা থেকে বঞ্চিত রয়েছে। তাই এদিন এই সভা মঞ্চ থেকে তাদেরকে বার্তা দিলেন তিনি যাতে করে তারা লেবার কার্ড বানিয়ে নেয়।