দিনহাটা, ১৩ নভেম্বরঃ আধ ঘন্টা সময় আছে বুথ থেকে বেরিয়ে যা, তা নাহলে মেরে ফেলব। বিজেপির পোলিং এজেন্টকে হুমকির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযুক্ত ওই তৃণমূল মতিউর রহমান। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে সিতাই বিধানসভা কেন্দ্রের বসেরটারি জুনিয়ার স্কুলে ১০৬ নম্বর বুথে। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।
অভিযোগ, সকাল সাতটায় যখন সিতাই বিধানসভা উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়। সেই সময় বসেরটারি জুনিয়ার স্কুলে ১০৬ নম্বর বুথে ঢুকে মতিউর রহমান নামে তৃণমূল নেতা বিজেপি প্রার্থীর পোলিং এজেন্টকে মেরে ফেলার হুমকি দেন। ভিডিওতে আপনারা দেখেছেন ওই তৃণমূল নেতা আমাদের দলের পুলিং এজেন্টকে আধ ঘন্টা সময় দিয়েছে বেরিয়ে যেতে। তা হলে তাকে মেরে ফেলা হবে বলে হুমকি দেন।