কোচবিহার, ২৭ জুলাইঃ অসম সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদে সরব হল তৃণমূল কংগ্রেস। রবিবার বৃষ্টি উপেক্ষা করে কোচবিহার জেলার অসম-বাংলা সীমান্তে তৃণমূলের উদ্যোগে শুরু হল এক প্রতিবাদ সভা ও আন্দোলন। সভাস্থলে ভিড় জমায় সাধারণ মানুষ, পরে গাড়ি করে আরও বহু মানুষ সভার উদ্দেশে রওনা দেন।
এই আন্দোলনের মূল ইস্যু অসম সরকারের তরফে পশ্চিমবঙ্গের বাসিন্দাদের এনআরসি নোটিশ পাঠানো। তৃণমূলের অভিযোগ, এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রীয় কাঠামো লঙ্ঘন করছে এবং এতে বাঙালিদের বিরুদ্ধে বিদ্বেষের গন্ধ রয়েছে।
তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, “অসম সরকার উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পশ্চিমবঙ্গের নাগরিকদের এনআরসি নোটিশ পাঠাচ্ছে। এটা সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী ও বাঙালিদের প্রতি বিদ্বেষমূলক। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।”
প্রসঙ্গত, দিনহাটার বাসিন্দা উত্তম কুমার ব্রজবাসী ও মাথাভাঙার নিশিকান্ত দাস এই দুই পশ্চিমবঙ্গের বাসিন্দার নামে এনআরসি নোটিশ পাঠানো হয়েছে বলে অভিযোগ।
তৃণমূল নেতৃত্ব হুঁশিয়ারি দিয়েছেন, যদি অবিলম্বে এই ধরনের নোটিশ প্রত্যাহার না করা হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে দল।