দেশে ফেরার পরেই উকিল বর্মনের বাড়িতে যাওয়ার পথে বিজেপি বিধায়কদের ঘিরে ‘গো-ব্যাক’ স্লোগান তৃণমূলের

96

কোচবিহার, ১৫ মেঃ উকিল বর্মণের বাড়িতে যাওয়ার পথে বিজেপির প্রতিনিধি দলকে ঘিরে গো-ব্যাক স্লোগান ও বিক্ষোভ দেখান তৃনমূল কংগ্রেস। এদিন বিরোধী দলের বিরোধীনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে উকিল বর্মণের সাথে দেখা করতে আসেন শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ,ফালাকাটার বিধায়ক দীপক বর্মণ, শীতলকুচির বিধায়ক বরেন্দ্র নাথ বর্মণ, তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায়, কোচবিহার জেলার বিজেপির সভাপতি অভিজিৎ বর্মণ সহ আরও অনেকে। উকিল বর্মণের বাড়ি যাওয়ার পথে বিজেপি বিধায়কদের গাড়ি আটক করে গো-ব্যাক স্লোগান ও বিক্ষোভ দেখান তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থক ও সাধারন লোকজন। পরে শীতলকুচি থানার পুলিশ ও বিধায়কদের নিরাপত্তা রক্ষীর ঘেরা টোপে বিজেপি বিধায়ক ও নেতাদের উকিল বর্মণের বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে উকিল বর্মণ ও তার পরিবারের সাথে কথা বলেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

তৃনমূলের অভিযোগ, উকিল বর্মণকে বাংলাদেশী দুষ্কৃতিরা অপহরণ করার ২৮ দিন কেটে গেলেও কোন বিজেপি নেতা আসেন নি এবং তার পরিবারের খোঁজ খবর নেন নি। কিভাবে রয়েছে উকিল বর্মনের পরিবার চলছে। কি খেয়েছে, কেউ খোঁজ নেন নি। যদিও এলাকার বিজেপি বিধায়ক বরেন্দ্রনাথ বর্মণ উকিল বর্মণ অপহরণের কয়েকদিন পর তার বাড়িতে এসে বড় বড় বাতেলা মেরে যান। তিনি বলেন, দুই থেকে চার দিনের মধ্যে উকিল বর্মণকে বাংলাদেশ থেকে বের করে আনা হবে। কিন্তু দীর্ঘ দিন কেটে যাওয়ার পর উকিল বর্মণ যখন দেশের বাড়িতে ফিরে এসেছে। আজ দুপুর বিজেপি ফুটেজ খেতে উকিল বর্মণের বাড়িতে আসেন। তাই এলাকার তৃনমূল কংগ্রেস ও সাধারন মানুষ সবাই মিলে বিজেপি বিধায়কদের গাড়ি আটক করে ‘গো-ব্যাক’ স্লোগান ও বিক্ষোভ দেখাই।

এবিষয়ে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ জানান,‘এখানে আসার পর মনে হচ্ছে উকিল বর্মণের দেশে ফিরে আসার ক্রেডিটটা স্থানীয় তৃনমূল বা জেলা তৃনমূল নেতৃত্বরা একা নিতে চায়। তাই তারা বিরোধী কাউকে উকিল বর্মণের বাড়িতে আসতে দিতে চাইছেনা। যেহেতু বিষয়টা কেন্দ্রীয় সরকারের, দেশের সরকার ও বিএসএফ যথার্থ ভূমিকা নিয়েছে,তাই বিএসএফকে ধন্যবাদ জানাই। তবে যেভাবে বিজেপি বিধায়কদের উপর তৃণমূল কংগ্রেসের গুন্ডারা চড়াও হয়েছে তার তীব্র নিন্দা জানাচ্ছি।’

উল্লেখ্য,১৬ এপ্রিল বাংলাদেশিরা ভারতীয় কৃষক উকিল বর্মনকে অপহরণ করে নিয়ে যায়। দীর্ঘ ২৮ দিন পর উকিল বর্মন গতকাল রাতেই দেশে ফিরে আসেন। এই খবর পেয়ে রাতেই তৃণমূল কংগ্রেসের জেলা নেতারা উকিল বর্মনের বাড়িতে যান। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, উকিল বর্মনের পরিবারের পাশেই ছিলেন তৃণমূল নেতারা। সব কিছু মিটে যেতেই বিজেপি নেতা ও বিধায়করা ফুটেজ নিতে এলাকায় এসেছে। তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিলে এলাকার মানুষ ‘গো-ব্যাক’ স্লোগান ও বিক্ষোভ দেখিয়েছেন।