ফের সাইকেলে চেপে কোচবিহার শহরে জনসংযোগ করলেন তৃনমূলের রাজ্য মুখপাত্র পার্থ প্রতিম রায়

69

কোচবিহার, ১ আগস্টঃ ফের সাইকেলে চেপে জন সংযোগ করলো তৃণমূলের রাজ্য মুখপাত্র পার্থ প্রতিম রায়। এদিন তিনি কোচবিহার পৌরসভার ৯ নং ওয়ার্ডের তার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিরঞ্জন দত্তের সাথে দেখা করতে যান। সেখানে গিয়ে তিনি প্রধান শিক্ষকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তার সম্পর্কে খোঁজ খবর নেন।

এদিন এবিষয়ে রাজ্য তৃণমূলের মুখপাত্র পার্থ প্রতিম রায় জানান,আজকেও আমি সাইকেল নিয়ে বেরিয়েছি। কোচবিহার পৌরসভার ৯ নং ওয়ার্ডে আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক তথা জাতীয় শিক্ষক নিরঞ্জন দত্তের সাথে দেখা করলাম এবং কিছু পরিচিত মানুষ জনের সাথে দেখা হল। আসলে আমি এই জনসংযোগ চালিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে। সেই জন্যই আজ সকালে এই কর্মসূচীতে গিয়েছি। আমি সপ্তাহে প্রতিদিনই প্রায় এই কর্মসূচিতে থাকব। আসলে এভাবেই মানুষের সাথে নিবিড় জনসংযোগের মাধ্যম। তাই নেত্রীর নির্দেশ মেনে আজ দ্বিতীয় দিনে জনসংযোগ করলাম।

উল্লেখ্য,সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় দলের মন্ত্রী,বিধায়ক ও নেতা-নেত্রীদের নির্দেশে দেন মানুষের সাথে জন সংযোগ শুরু করুন। প্রয়োজনে সাইকেল নিয়ে বা পায়ে হেঁটে মানুষ বা সাধারণ কর্মীদের সাথে জনসংযোগ করুন,তাদের কথা শুনুন, তাদের পাশে থাকুন। সেই নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করতেই সাইকেল চালিয়ে জনসংযোগ শুরু করেন তৃনমূলের রাজ্য মুখপাত্র তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়। কয়েকদিন আগে তিনি টাকাগাছ অঞ্চলের প্রাক্তন প্রধান, প্রধান ও স্থানীয় সাধারণ কর্মীদের সাথে কথা বলেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় ও অভিষেক বন্ধোপাধ্যায়ের বার্তা সাধারণ কর্মীদের মধ্যে তুলে ধরেন। তারপর আজ তিনি কোচবিহার ৯ নং ওয়ার্ডের রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক নিরঞ্জন দত্তের বাড়িতে গিয়ে সার সাথে দেখা করেন এবং তার শারীরিক খোঁজ খবর নেন বলে জানা গিয়েছে।